অবকাঠামো
নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্র পাঠাটুলিতে নারায়ণগঞ্জ সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজের অবস্থান। প্রতিষ্টানটি পাঠানটুলি কবরস্থান সংগ্লন একটি মোনরম, খোলামেলা ও নান্দনিক স্থানে প্রায় এক একর জায়গার উপর অবস্থিত। চারদিকে উচু প্রাচীর দেওয়া ঘেরা নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রয়েছে এক বিশাল প্রশাসনিক ভবন, একটি তিন তালা বিশিষ্ট ও একটি পাচ তালা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য রয়েছে চারটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, একটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ, ড্রাইভিং ও শারিরীক্ষা শিক্ষা প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি শীতাতাপ নিয়ন্ত্রিত মিটিং রুম। শিক্ষকদের জন্য রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি টিচারস কমন রুম এবং ইটারটেইনমেন্ট আধুনিক ইকুইমেন্ট সম্বলিত রেস্ট হাউজ। গাড়ি এবং শিক্ষার্থীদের সাইকেলন রাখার জন্য রয়েছে তিনটি মটর গ্যারেজ, একটি বাইক গ্যারেজ এবং একটি বিশাল সাইকেল গ্যারেজ। নারায়ণগঞ্জ সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত টয়েলেট, রিফ্রেশ রুম এবং উন্নতমানের রেস্ট রুম। শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে একটি প্রিন্সিপাল’স কোয়াটার, একটি টিচার’স কোয়াটার, একটি তিল বিশিষ্ট স্টাফ কোয়াটার, দুই তালা বিশিষ্ট ছাত্রীনিবাস এবং একটি বিশাল ছাত্রাবাস। এছাড়াও নারায়ণগঞ্জ সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজে রয়েছে স্কাউট রুম, বঙ্গবন্ধু কর্ণার, ডেবিটিং রুম, সততা স্টোর, ক্যান্টিন, বঙ্গবন্ধু স্কাউট পার্ক ইত্যাদি। এর ভিতরে অবস্থিত লেকটি যে কারো মনকে দোলা দিতে বাধ্য। লেকটি সম্পূর্নভাবে বাধাই করা, চারদিকে নান্দনিক লাইটিং করা এবং রয়েছে প্যাডেল বোটে ঘোরার সুব্যবস্থা।
অবকাঠামোগত উন্নয়নঃ
ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।
খ) ছাত্রীদের জন্য দুইটি টয়লেট নির্মাণ করা হয়েছে।
গ) ছাত্রদের জন্য চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।
ঘ) ছাত্র হোষ্টেলের টিভি রুম, ডায়নিং রুম ও রান্না করার রুম টাইলস স্থাপন এবং জানালা-দরজা পরিবর্তন করা হয়েছে।
ঙ) ০৫ টি মাল্টিমিডিয়া প্রজেকটর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপপোগী করা হয়েছে।
চ) পুরাতন একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ছাদের প্যাটেন ষ্টোন ঢালাই ও নেট সিমেন্ট দ্বারা ফিনিসিং করা হয়েছে।
ছ) ল্যাব আধুনিকীকরণ এবং প্রশিক্ষনের জন্য ০৫টি ল্যাপটপ ও ০৮টি ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করা হয়েছে।
বর্তমানে চলমান অবকাঠামোগত কার্যক্রমসমূহঃ
ক) টেকনিক্যাল স্কুল ও কলেজ এর উন্নয়নের লক্ষ্যে ৫ তলা ভবন নির্মানের কার্যক্রম চলমান ।
খ) প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সম্বলিত একটি মাষ্টার প্লান কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
গ) বিদ্যমান শ্রেণিকক্ষ ওয়ার্কশপ ও ল্যাবরেটরী সমূহ আধুনিকায়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
ঘ) প্রতিষ্ঠানের ভূমি ও অবকাঠামো সংক্রান্ত ডিজিটাল সার্ভে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
25876