ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ
ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ
২০০১ সাল থেকে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন বিভাগ
এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত। ২০০১ সাল থেকে অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এইচএসসি স্তর
v মোট শিক্ষার্থীঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি স্তরে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ৮৮ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ৪৫ জন এবং দ্বাদশ শ্রেণিতে ৪৩ জন করে শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।
v মোট শিক্ষকঃ ১১জনের একদল দক্ষ শিক্ষক দ্বারা নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলজের ডিপ্লোমা স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক ও সহজ উপায়ে শিক্ষা দান করে আসছে। প্রতিটি শিক্ষকগণই একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকুরি জীবনে একাধিকবার দেশে এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
v গড় পাশের হারঃ ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন পর্বের পাশের হারঃ
I. ২০১৬- ৯৪.৯৮%
II. ২০১৭- ৮৯.৬৯%
III. ২০১৮- ৯২.৬৩%
IV. ২০১৯- ৯৬.২৩%
V. ২০২০- ৮৮.২৫%
v অবকাঠামোঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের তিন তালা বিশিষ্ট একাডেমিক ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় । উক্ত ভবনে মোট ১৫টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের আসন সংখ্যা ৫০ জন করে। প্রতিটি কক্ষই প্রজেক্টর , প্রজেক্টর পর্দা, ডিজিটাল কন্টেন্ট সামগ্রী দ্বারা সুসজ্জিত । এছাড়াও প্রতি তালায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার সৌচাগার এবং রিফ্রেশ রুম রয়েছে। ছাত্রদের কারিগরি ও হাতে কলমে শিক্ষার জন্য রয়েছে হেভি টেকনিক্যাল ইকুইমেন্ট সম্বলিত একটি বিশাল ওয়ার্কশপ।
v ভর্তি বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট থেকে জুন-জুলাই সেশনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। ওয়েব সাইট লিংক- http://btebadmission.gov.bd ।
v বাৎসরিক নতুন আসন সংখ্যাঃ প্রতি বছর নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪০টি নতুন আসন সংখ্যা থাকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে মেধাক্রম অনু্যায়ী উক্ত আসনগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পাড়ে।
v প্রশিক্ষণঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের প্রশিক্ষণ বিভাগ উক্ত প্রতিষ্টান থেকে পাশকৃত শিক্ষার্থীদের বিভিন্ন শিল্প কারখানা এবং প্রতিষ্ঠানে ৩ মাস ব্যাপি বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে প্রশিক্ষন বিভাগ।
এসএসসি স্তর
v মোট শিক্ষার্থীঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি স্তরে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ১৬২ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ৮২ জন এবং দ্বাদশ শ্রেণিতে ৮৩ জন করে শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।
v মোট শিক্ষকঃ ১১জনের একদল দক্ষ শিক্ষক দ্বারা নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলজের ডিপ্লোমা স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক ও সহজ উপায়ে শিক্ষা দান করে আসছে। প্রতিটি শিক্ষকগণই একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকুরি জীবনে একাধিকবার দেশে এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
v গড় পাশের হারঃ ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন পর্বের পাশের হারঃ
VI. ২০১৬- ৯৪.৯৮%
VII. ২০১৭- ৮৯.৬৯%
VIII. ২০১৮- ৯২.৬৩%
IX. ২০১৯- ৯৬.২৩%
X. ২০২০- ৮৮.২৫%
v অবকাঠামোঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের তিন তালা বিশিষ্ট একাডেমিক ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় । উক্ত ভবনে মোট ১৫টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষের আসন সংখ্যা ৫০ জন করে। প্রতিটি কক্ষই প্রজেক্টর , প্রজেক্টর পর্দা, ডিজিটাল কন্টেন্ট সামগ্রী দ্বারা সুসজ্জিত । এছাড়াও প্রতি তালায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার সৌচাগার এবং রিফ্রেশ রুম রয়েছে। ছাত্রদের কারিগরি ও হাতে কলমে শিক্ষার জন্য রয়েছে হেভি টেকনিক্যাল ইকুইমেন্ট সম্বলিত একটি বিশাল ওয়ার্কশপ।
v ভর্তি বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট থেকে জানুয়ারি সেশনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। ওয়েব সাইট লিংক- http://btebadmission.gov.bd ।
v বাৎসরিক নতুন আসন সংখ্যাঃ প্রতি বছর নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪০টি নতুন আসন সংখ্যা থাকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে মেধাক্রম অনু্যায়ী উক্ত আসনগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পাড়ে।
v প্রশিক্ষণঃ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের প্রশিক্ষণ বিভাগ উক্ত প্রতিষ্টান থেকে পাশকৃত শিক্ষার্থীদের বিভিন্ন শিল্প কারখানা এবং প্রতিষ্ঠানে ৩ মাস ব্যাপি বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে প্রশিক্ষন বিভাগ।
25876