কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা ও নির্ধারিত তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন করা হয়।
আমাদের পরিচালিত শিক্ষাক্রম ও ভর্তি যোগ্যতা:
জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
ভর্তি যোগ্যতা: ৬ষ্ঠ শ্রেণির জন্য কোনো অনুমোদিত বিদ্যালয়/মাদ্রাসা হতে প্রাথমিক শিক্ষা সমাপনী/ইবতেদীয় শিক্ষা সমাপনী পরীক্ষা/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩১-১২-২০২২ তারিখে বয়স ১০+ হতে হবে। ৭ম ও ৮ম শ্রেণির জন্য যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি পাশ হতে হবে।
আসন সংখ্যা: ৬ষ্ঠ (১ম শিফট ৬০ ও দ্বিতীয় শিফট ৬০); ৭ম (১ম শিফট ৬০, আসন শূণ্য থাকা সাপেক্ষে); ৮ম ((১ম শিফট ৬০, আসন শূণ্য থাকা সাপেক্ষে)
এসএসসি (ভোকেশনাল) ৯ম ও ১০ম (২ বছর মেয়াদি)
ট্রেডসমূহ: (১) অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিকস (২) জেনারেল ইলেকট্রনিক্স (৩) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (৪) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। সকল ট্রেডে আসন সংখ্যা ১ম শিফট ৪০ ও ২য় শিফট ৪০।
ভর্তি যোগ্যতা: যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল/জুনিয়র দাখিল সার্টিফিকেট/অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
|